নোয়াখালী প্রতিনিধি : সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালনকালে দলীয় নেতাকর্মিদের ওপর হামলা–নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নেতাকর্মিদের ওপর হামলা ও সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই জেলার ৯টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মিরা জনসমাবেশে জড়ো হয়। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে হাসনা মওদুদ অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মি এই জনসমাবেশে যোগ দেন।.
.
সমাবেশে বক্তারা বলেন, নির্দলীয় সরকার ছাড়া শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। টেকনাফ থেকে তেতুলিয়া এক দফা এক দাফি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। সমাবেশে বক্তরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। .
.
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বহার হিরণ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান রিপন, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ নাছের, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমূখ। .
.
এ সময় জেলা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব উপস্থিত ছিলেন। .
. .
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: